মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ট্রাফিক বক্সের সামনে থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। বাজারের ব্যাগে কে বা কারা ওই বোমা রেখে গেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় ডিএমপির বোমা ডিসপোজাল টিম বোমাটি নিষ্ক্রিয় করে। এর আগে বিকাল সাড়ে ৩টায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখতে পান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম জানান, বোমাসদৃশ ব্যাগ দেখে পুলিশ ট্রাফিক পুলিশ বক্স এলাকা ঘিরে রাখে। পরে টিম এটি বিস্ফোরণ ঘটায়। -সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বনের গাছ কাটার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ভালুকার মেহরাবাড়ী এলাকায় রাতের আঁধারে বনের গাছ কাটার অভিযোগে ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমীন খানের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। ভালুকা বন বিভাগের কর্মকর্তা সাফেরুজ্জামান ভালুকা মডেল থানায় মামলাটি করেন। মামলাসূত্রে জানা যায়, ১১ মে রাতে মেহরাবাড়ী মৌজা থেকে শিহাব আমীনের নেতৃত্বে লোকজন বনভূমি দখলের উদ্দেশ্যে ২০-২৫টি আকাশমণি গাছ কেটে ফেলেন। ওই গাছ পাচারের সময় জব্দ করে বন বিভাগ। চেয়ারম্যান শিহাব আমীন বলেন, বন বিভাগের সঙ্গে আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলার বাদী সাফেরুজ্জামানসহ কয়েকজন বন কর্মকর্তা তার কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না পেয়ে তারা এ মিথ্যা মামলা দিয়েছেন। বাদী সাফেরুজ্জামান বলেন, তিনি কারও কাছে ঘুষ দাবি করেননি। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত হবে।       -ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ম্যাজিস্ট্রেট আসার খবরে পালাল বরপক্ষ

মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। গতকাল উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের দৌলতপুর বিসাই মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, দুপুরে মৃধাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের বাড়িতে দশম শ্রেণির এক ছাত্রীর ফরিদপুরের সদরপুর উপজেলার চরগজারিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে ছিছু মোল্লার সঙ্গে (৩২) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ও মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বিয়ে বন্ধ করে দেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে বাবার কাছ থেকে মুচলেকা নেন। -মাদারীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর