শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

বৃদ্ধ বাবাকে মেরে শিকলবন্দী

সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে মারপিটের পর শিকলে বেঁধে রাখার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রাম থেকে মুবাশ্বির আলীকে (৭৫) উদ্ধার করা হয়। আটক ছেলের নাম সুহেল মিয়া (৩২)। স্থানীয়রা জানান, এতদিন একমাত্র ছেলে সুহেল দিন মজুরি করে ভরণপোষণ করতেন হতদরিদ্র মুবাশ্বির আলী। সম্প্রতি বয়সজনিত করণে  কর্মক্ষমতা কমে যাওয়ায় পরিবারের অভাব-অনটন দেখা দেয়। এ নিয়ে বাবাকে প্রায়ই মারধর করত সুহেল। বৃহস্পতিবার সন্ধ্যায় পিতা-পুত্রের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বাবাকে মারপিট করে শেকলে বেঁধে রাখে সে। খবর  পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান পিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে আটক করে পুলিশে দেওয়া হয়।  ছাতক থানার ওসি নাজিম উদ্দিন জানান, ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।  এ ঘটনায় মামলা হয়েছে।    -সুনামগঞ্জ প্রতিনিধি

 

টেঁটাবিদ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে শাহিদা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত শাহিদা বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে গৃহবধূ শাহিদাসহ ১০ জন আহত হন। তাদের ঢাকা মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শাহিদার মৃত্যু হয়। এ ঘটনায় সাদেকুর রহমান সোনারগাঁ থানায় মামলা করেন। সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।        -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকায় চেকপোষ্ট থেকে বৃহস্পতিবার রাতে ১৫ কেজি গাঁজাসহ একটি লরীসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদকবিক্রির ৯৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন ইকবাল খলিল (৩১) ও ইয়াছিন আরাফাত (২৫)। র‌্যাব-১১ এর উপ পরিচালক (মিডিয়া অফিসার) লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার ইয়াছিন কক্সবাজারের কিরাপাড়া এলাকার বাসিন্দা। গতকাল র‌্যাব-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।   -নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

চাঁদপুরে অক্সিজেন প্লান্ট চালু

চাঁদপুর জেনারেল হাসপাতালে হাইফ্লো লিকুইড অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে। এখন থেকে ১৫০ জন রোগী নিরবচ্ছিন্ন অক্সিজেন সুবিধা পাবেন। চাঁদপুর সদর হাসপাতালে পূর্বের সিলিন্ডারসহ মোট ২১০ জন রোগীকে অক্সিজেন সুবিধা দেওয়া যাবে। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্লান্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা যায়, গত এপ্রিলে চাঁদপুর জেনারেল হাসপাতালে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়। আড়াই মাস টানা কাজ করে লিকুইড অক্সিজেন প্লান্টের ভবন স্থাপন এবং লিকুইড অক্সিজেন সংরক্ষণের ট্যাংকির কাজও সম্পন্ন করে শ্রমিকরা। মূল প্লান্টটিতে তৈরি হবে ৬ হাজার লিটারের অক্সিজেন গ্যাস। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে।     -চাঁদপুর  প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর