মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী : মুজিবুল হক এমপি

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। চৌদ্দগ্রামে সব উন্নয়নই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এ উপজেলায় রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনসহ অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকারের এ মেয়াদে ক্ষমতা থাকাকালীন চৌদ্দগ্রামে যেসব উন্নয়ন বাকি রয়েছে খুব দ্রুতই সেসব কাজ সম্পন্ন করা হবে। সোমবার আলকরা ইউনিয়নের দত্তসার দিঘিরপাড়ে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সহসভাপতি এনামুল হক খন্দকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার প্রমুখ। পরে তিনি মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাবেশে বক্তৃতা করেন।         -কুমিল্লা প্রতিনিধি

 

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর মাঠের মধ্যে থাকা সরকারি হালটে থাকা চারটি তালগাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিয়ার রহমান মোল্লার বিরুদ্ধে। কেটে নেওয়া গাছগুলোর দাম ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর মৌজার রামনগর মাঠের সরকারি হালটে থাকা চারটি তালগাছ সোমবার বেলা ১০টার দিকে কয়েকজন শ্রমিক কেটে নেন। গাছ কাটায় অংশ নেওয়া চার শ্রমিক জানান, ২ হাজার টাকায় তারা গাছগুলো কাটছেন। তারা জানান, স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান মোল্লা তাদের গাছ কাটার জন্য ভাড়া করেছেন। গাছ কাটার সঙ্গে জড়িত শ্রমিক চালিনগর গ্রামের নুর ইসলাম জানায়, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মোল্লা গাছগুলো কেটে বোয়ালমারী বাজারে পৌঁছে দিতে বলেছেন। গাছ কাটার ব্যাপারে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মোল্লা বলেন, গাছগুলো আমার জমির আইলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, চেয়ারম্যানকে গাছ কাটা বন্ধ করতে বলা হয়েছে।         -ফরিদপুর প্রতিনিধি

 

নারায়ণগঞ্জে ১১৪ মন্ডপে দুর্গাপূজা

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় স্থাপনসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। জেলার পাঁচটি উপজেলায় ১১৪টি পূজামন্ডপে এবার পূজার আয়োজন সম্পন্ন হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গতকাল বিকালে মুঠোফোনে জানান, জেলার পাঁচটি উপজেলায় জেলার পাঁচজন এডিসিকে প্রধান করে পাঁচটি কন্ট্রোল রুম ও জেলায় একটি মোট ছয়টি কন্ট্রোল রুম স্থাপন করে নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি পূজামন্ডপে একজন করে ম্যাজিস্টেট্রসহ মোট ১৫ জন সদস্য দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থানার নির্বাহী অফিসার ও ওসিগণ সমন্বয় করে কাজ করবেন।  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও পূজার আয়োজক কমিটিকে যেন চেনা যায় সেই ক্ষেত্রে আলাদা প্রতীকী হিসেবে ক্যাপ বা আলাদা পোশাক ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়া করোনায় স্বাস্থ্যবিধি মানতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরবিশিষ্ট  নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া একই সঙ্গে অ্যান্টি পকেটকাটা ও অ্যান্টি কিশোর গ্যাং রোধে বিশেষ টিম নজরদারি করবে। যেসব পূজামন্ডপে বেশি ভিড় জমে সেখানে বিভিন্ন ক্ষেত্রে সিসি টিভির ব্যবস্থাও করা হয়েছে।       -নারায়ণগঞ্জ প্রতিনিধি

গামছা পেঁচিয়ে অটোচালক হত্যা

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে গামছা পেঁচিয়ে হত্যা করল খুনি। কিন্তু খুনি কোনো প্রমাণ রেখে যায়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জের হত্যাকান্ডস্থলে। পুরো ক্লুলেস এ হত্যাকান্ডের প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের র‌্যাব-১১ এর সদস্যরা। গতকাল দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতরে অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ অক্টোবর তাদের গাজীপুরের কালীগঞ্জ ও  রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আশিক মিয়া (১৯) ও মো. রমজান মিয়া (৩৫)। সংবাদ সম্মেলনে লে. কর্নেল তানভীর পাশা জানান, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল নতুন শহরের ৭ নং সেক্টরের ২১৯ নং রোড়ে ১৪২/এ বাড়ির উত্তর পাশে ফাঁকা রাস্তার ওপর অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনার পর  একই দিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. দুখাই মিয়া নামক এক ব্যক্তি গলাকাটা ও রক্তাক্ত লাশটি দেখে তার ছেলে হৃদয় মিয়ার বলে শনাক্ত করে।      -সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর