রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইউপিতে স্বামী-স্ত্রী চেয়ারম্যান প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি

ইউপিতে স্বামী-স্ত্রী চেয়ারম্যান প্রার্থী

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবার স্বামী মো. সাইফুল ইসলাম ও স্ত্রী মোছা. আকতারা পারভীন প্রার্থী হয়েছেন। ৪ নভেম্বর যাচাই-বাছাইয়ে উভয়েরই প্রার্থিতা বৈধ হয়েছে। তবে তারা দুজনই স্বতন্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান। জানা গেছে, ২ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তারা দুজন মনোনয়নপত্র দাখিল করেন। তবে আকতারা পারভীন সাংবাদিকদের বলেন, ‘স্বামীর সহযোগিতায়ই আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছি। যদি তার (স্বামী) কাগজপত্রে কোনো কারণে বাছাইকালে সমস্যা হয় তাহলে যেন পরিবার থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।’ কিন্তু বাছাইকালে দুজনেরই প্রার্থিতা বৈধ হয়েছে বলে নির্বাচন অফিসসূত্রে জানা যায়। ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ। এর পরই বোঝা যাবে তারা দুজনই প্রার্থী থাকছেন কি না। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র এ দম্পতি ছাড়াও আওয়ামী লীগের মো. আবদুল আজিজ মন্ডল, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ খবর