স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষক ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হয়েছে। জেলা শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে গতকাল এ আয়োজন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন কাজী মোখলেছুর রহমান।
বক্তারা বলেন, দেশে প্রায় ১৮ হাজার ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদরাসার প্রধান শিক্ষক ২ হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষকরা ২ হাজার ৩০০ টাকা করে ভাতা পান।
ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে স্বল্প ভাতায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। ১৮ হাজার মাদরাসাকে জাতীয়করণ দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছেন।