বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করল আওয়ামী লীগ

ফরিদপুর প্রতিনিধি

আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিএনপি নির্বাচন অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের  রেকর্ডসংখ্যক প্রার্থী বিদ্রোহী হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। দলের মধ্যে থাকা বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে নেমেছেন দলটির সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এছাড়া কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক শামচুল আলম বিদ্রোহী প্রার্থীদের চিঠি দিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত চিঠি দিয়ে বলা হয়, আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন ইউনিয়নে অনেকেই দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাদের বেশ কয়েকবার নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ করা হয়েছে। গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এখনো জেলা আওয়ামী লীগের নির্দেশনা না মেনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। 

সর্বশেষ খবর