শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে বিজয় সাংমা (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের স্টিপেন মারাকের ছেলে। জানা যায়, দীর্ঘদিন নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাদ্যের সন্ধানে প্রায় ৪০-৫০টি বন্যহাতির দল বোরো ধান খেতে তাণ্ডব চালিয়ে আসছে। মঙ্গলবার রাতে স্থানীয় কৃষকরা ফসল রক্ষা করতে রাত জেগে ধান খেত পাহারা দিচ্ছিলেন। এ সময় বন্যহাতির দলটি বিজয় সাংমার ওপর হামলা চালায়। পরে তাকে প্রথমে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতির আক্রমণে পাহাড়ি এলাকার মানুষের জানমাল রক্ষার্থে বন বিভাগ সচেষ্ট রয়েছে।