মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

সেতু ভেঙে চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সেতু ভেঙে চলাচল বন্ধ

ভেঙে নদীতে পীরগাছার দামুর চাকলা বাজারের সেতু -বাংলাদেশ প্রতিদিন

রংপুরের পীরগাছায় আলাইকুমারী নদীতে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে পড়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। রংপুর-পাওটানা সড়কের দামুর চাকলা বাজারের কাছে ২৭ মিটার দৈর্ঘ্য ব্রিজটি রবিবার ভেঙে নদীতে পড়ে যায়। ফলে প্রায় দুই কিলোমিটার ঘুরে যাতায়াত করছেন রংপুর-পাওটানা সড়কের চলাচলরত মানুষ ও যানবাহন। গতকাল প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশল দফতর ও এলাকাবাসী জানান, রংপুর-পাওটানা সড়কের দামুর চাকলাবাজারের পশ্চিম পাশে আলাইকুমারী নদীর ওপর ১৯৮২ সালে ২৭ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণ করা হয়। ২০২১ সালে ভারী ট্রাক চলাচলের কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি উপজেলা প্রকৌশল অধিদফতর থেকে ওই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একই স্থানে ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৩৬ মিটার একটি ব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হয়। এদিকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই রবিবার রাতে ব্রিজের ওপর দিকে একটি নৈশকোচ ও একটি ভারী ট্রাক যাওয়ার পর ব্রিজে ফাটল দেখা দেয়। এর ৩০ মিনিট পর ব্রিজটি ভেঙে নদীর মধ্যে পড়ে যায়। পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ওই স্থানে নতুন ব্রিজের জন্য টেন্ডার হয়েছে। ঠিকাদার নির্ধারণ হয়নি। ভারী যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। যত দ্রুত কাজ শুরু করা যায়, তার ব্যবস্থা  নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক বলেন, বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর