মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দিনাজপুরের ইছামতী নদীর ওপর পাঁচ বছর আগে শুরু হয় সেতু নির্মাণ কাজ। দীর্ঘ এই সময়ে পাইলিং ছাড়া আর কিছুই হয়নি। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমার বদলে উল্টো বেড়েছে। সূত্র জানায়, খানসামার গোয়ালডিহি ইউনিয়নের সাঁকোর পাড় এলাকায় ইছামতী নদীর ওপর ২০১৮ সালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পের নীতিমালা অনুযায়ী ২০০০ মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের জন্য রংপুর বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর অধীন ৩ কোটি ৩৬ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয়ে ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা। ২০২০ সালের ২৭ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ শুরু করে। এরপর শুধু পাইলিং কাজ ছাড়া আর কোনো কাজই হয়নি। স্থানীয়রা জানান, খানসামার গোয়ালডিহি ও দুবলিয়া গ্রামের মানুষের সেতুবন্ধ ঘটাবে এই সেতু। নির্মাণ কাজে অগ্রগতি না থাকায় বিকল্প পথে চলাচল করতে ইউনিয়ন পরিষদ ওই স্থানে সাঁকো নির্মাণ করেছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে ইছামতী নদীর দুই পাড়ের কৃষক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বর্ষা মৌসুমে ওই পথে যাতায়াতে ভোগান্তি আরও বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী ও রোগী পড়তে হয় বিপদে। গোয়ালডিহি ইউনিয়নের বড়বাড়ি এলাকার বৃদ্ধ আফতাবউদ্দিন (৮১) বলেন, মন কান্দেছে (কান্না) বাহে। হামার কী হক নাই, মরার আগে এই পুল (সেতু) দেখিবার। এক বয়স্ক মানুষের পাও (পা) ভাঙ্গি গেইছে সাঁকো থাকি পড়ি। আমরা গরিব মানুষ। বৃষ্টির সময় হামাক (আমাদের) যে কী কষ্ট করির (করার) নাগে। এই দুঃখ থুবার (রাখার) জাগা নাই। কতদিনে যে শেষ হইবে সেতু নির্মাণ কাজ। গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় এ অঞ্চলের মানুষ আশার আলো দেখছিল। কাজ বন্ধ হওয়ায় তা হতাশায় পরিণত হয়েছে। আপাতত চলাচলের জন্য ওই স্থানে একটি কাঠের সাঁকো করে দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী এফএম খাইরুল ইসলাম বলেন, সেতুর অবশিষ্ট কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে