মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দিনাজপুরের ইছামতী নদীর ওপর পাঁচ বছর আগে শুরু হয় সেতু নির্মাণ কাজ। দীর্ঘ এই সময়ে পাইলিং ছাড়া আর কিছুই হয়নি। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমার বদলে উল্টো বেড়েছে। সূত্র জানায়, খানসামার গোয়ালডিহি ইউনিয়নের সাঁকোর পাড় এলাকায় ইছামতী নদীর ওপর ২০১৮ সালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পের নীতিমালা অনুযায়ী ২০০০ মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের জন্য রংপুর বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর অধীন ৩ কোটি ৩৬ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয়ে ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা। ২০২০ সালের ২৭ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ শুরু করে। এরপর শুধু পাইলিং কাজ ছাড়া আর কোনো কাজই হয়নি। স্থানীয়রা জানান, খানসামার গোয়ালডিহি ও দুবলিয়া গ্রামের মানুষের সেতুবন্ধ ঘটাবে এই সেতু। নির্মাণ কাজে অগ্রগতি না থাকায় বিকল্প পথে চলাচল করতে ইউনিয়ন পরিষদ ওই স্থানে সাঁকো নির্মাণ করেছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে ইছামতী নদীর দুই পাড়ের কৃষক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বর্ষা মৌসুমে ওই পথে যাতায়াতে ভোগান্তি আরও বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী ও রোগী পড়তে হয় বিপদে। গোয়ালডিহি ইউনিয়নের বড়বাড়ি এলাকার বৃদ্ধ আফতাবউদ্দিন (৮১) বলেন, মন কান্দেছে (কান্না) বাহে। হামার কী হক নাই, মরার আগে এই পুল (সেতু) দেখিবার। এক বয়স্ক মানুষের পাও (পা) ভাঙ্গি গেইছে সাঁকো থাকি পড়ি। আমরা গরিব মানুষ। বৃষ্টির সময় হামাক (আমাদের) যে কী কষ্ট করির (করার) নাগে। এই দুঃখ থুবার (রাখার) জাগা নাই। কতদিনে যে শেষ হইবে সেতু নির্মাণ কাজ। গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় এ অঞ্চলের মানুষ আশার আলো দেখছিল। কাজ বন্ধ হওয়ায় তা হতাশায় পরিণত হয়েছে। আপাতত চলাচলের জন্য ওই স্থানে একটি কাঠের সাঁকো করে দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী এফএম খাইরুল ইসলাম বলেন, সেতুর অবশিষ্ট কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া