পাঁচ দিন পর গতকাল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসায় ভারত গমনাগমন স্বাভাবিক হয়েছে। দেশের নৈরাজ্যকর পরিস্থিতিতে পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ ভিসায় যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিশেষ করে আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে এ জন্য বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। পাঁচ দিন অলিখিত নির্দেশনায় ভ্রমণ ভিসায় যাত্রী যাতায়াত প্রায় বন্ধ ছিল। মেডিকেল ও বিজনেস ভিসায় যাতায়াত করেছে।