সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বিএনপি-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ডিসেম্বর) ভোররাত ও দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এসময় সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আটককৃতরা হলেন, শাহজাদপুরের গাড়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সদর উপজেলার একডালা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাসুদ রানা, উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি গ্রামের ফুল বক্সের ছেলে জামায়াত কর্মী শরিফুল ইসলাম, ঝিকিড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে শাহিন আলম, মাগুড়াডাঙ্গা গ্রামের আলতাফ আলীর ছেলে রাসেল রানা, রামকান্তপুর আব্দুর রবের ছেলে রাহুল রানা, কাজিপাড়ার গোলবার হোসেনের ছেলে আলহাজ আলী ও বালশাবাড়ির মৃত বেলাল হোসেনের ছেলে আলমগীর।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, বুধবার দুপুরে তালগাছি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
অন্যদিকে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ জানান, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে বন্যাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার ও ৬টি ককটেল জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম