হবিগঞ্জে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে।
গ্রেফতাররা হচ্ছেন- যুবদল নেতা হারুন মিয়া, শ্রমিকদল নেতা লালন শাহ, এনাম আহমেদ, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক সালেক মিয়া, বাহুবলের বিএনপি নেতা ইউপি সদস্য হান্নান চৌধুরী, হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম সোহাগ, মাছুলিয়া এলাকার বিএনপি নেতা ফারুক মিয়া, বিএনপি কর্মী ছালেক মিয়া, গোবিন্দপুর গ্রামের ছাত্রদল নেতা মীর হোসেন, পূর্ব ভাদৈ গ্রামের ছাত্রদল নেতা হারিছ চৌধুরী ও বানিয়াচং উপজেলার হিয়ালা থেকে ব্যবসায়ী মোস্তাক আহমদ।
নির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম