কক্সবাজারের চকরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মহিবুল্লাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার ঢেমুশিয়া খাসপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মহিবুল্লাহ ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ঢেমুশিয়া খাসপাড়া এলাকার ১০ম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে মহিবুল্লাহ। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে চকরিয়া থানার মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধর্ষক মহিবুল্লাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বুধবার ভোররাতে বাড়িতে অবস্থান করছে সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এসআই চম্পক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত মহিবুল্লাহকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার