নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় ঘুমন্ত এক বৃদ্ধকে পিষে দিয়েছে অজ্ঞাত একটি গাড়ি। বুধবার দিনগত রাত ৩টার দিকে মোক্তারপাড়া মাঠের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। ওই বৃদ্ধকে স্থানীয়ভাবে ‘পাগল’ বলা হতো।
জানা যায়, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে একই এলাকায় ঘোরাফেরা করতেন। ঘুম পেলে তিনি প্রধান সড়ক ও আশেপাশের দোকান বা মার্কেটের বারান্দায় শুয়ে থাকতেন।
নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা গেছে, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ