নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাঞ্চারামপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। তার নাম হক সাব (৩৫)। তিনি কবিরহাট উপজেলার ভূঁয়ারহাট এলাকার মৃত শামছল হকের ছেলে।
বৃহস্পতিবার রাতে পুলিশ হক সাবকে গুলিবিদ্ধি অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির করে। সেখানে ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ও মুছাপুর ইউনিয়নের বাঞ্চারামপুর এলাকায় গুলির শব্দ শুনে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধি অবস্থায় হক সাবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর সেখানে তিনি মারা যান।
তিনি ডাকাত ছিলেন বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম