নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় গাড়ি চাপায় দুলাল (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দীর্ঘদীন ধরে শহরের বিভিন্ন সড়কে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত দুলালের বাড়ি মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে। ভোরে মোক্তারপাড়া মাঠ সংলগ্ন এলাকায় কোনো একটি যান তাকে ঘুমন্ত অবস্থায় চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন। পরে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন