পটুয়াখালীর কলাপাড়ায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু প্রতিরোধে প্রকল্প পরিচিতি করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ইউনিসেফ’র অর্থায়নে কেয়ার বাংলাদেশ এ সভার আয়োজন করে। স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল সালাম শিকদার, কেয়ার বাংলাদেশ’র জেলা মনিটরিং আফিসার মো. রবিউল ইসলাম ও উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.জহিরুল হক প্রমুখ। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা