বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি ফাঁকা মাঠ থেকে আজ রুবেল হোসেন (২৬) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, শাজাহানপুর উপজেলার গ্রামের পাশের ফাঁকা মাঠে এক যুবকের গলা কাটা লাশ দেখে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। সেখানে গিয়ে রুবেল হোসেন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার জোড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
রুবেল বগুড়া শজিমেক হাসপাতালে দালালি করতো বলে স্থানীয়রা জানিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা শুরু করেছে বলেও জানান ওসি।
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এসে এ বিষয়ে থানায় মামলা দায়ের করবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার