নারায়ণগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নিখোঁজ মাছ ব্যবসায়ী মোক্তার হোসেনের (৪৫) লাশ কেমিক্যালের ড্রামের ভেতর থেকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ প্রধান বাড়ির সামনে থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
মোক্তারের পরিবার জানায়, গত ১৬ ডিসেম্বর পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ গনপাড়া এলাকার মৃত হাজী আব্দুল হাসেম মিয়ার ছেলে ও ৪ সন্তানের বাবা মাছ ব্যবসায়ী মোক্তার হোসেন নিখোঁজ হয়। পরে ১৭ ডিসেম্বর বন্দর থানায় নিখোঁজ জিডি করে মোক্তারের পরিবার (জিডি নং- ৬৭৫)। পরে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী ড্রামের ভেতরে লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। লাশটিতে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।
বন্দর থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত করার জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার