চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের একটি লেবুবাগান থেকে গোপন বৈঠক করার সময় বিস্ফোরক দ্রব্যসহ জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিশ আলীর নেতৃত্বে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গানপাউডার, ৬টি ককটেল ও ৪টি জেহাদি বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সামায়ুন খলিফা, আওমুদ্দিন, ইদুল আলী, মঞ্জুর আলী, সদর উদ্দিন ওরফে বাবর আলী, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, আক্তারুল ইসলাম, বাবলু মিয়া, সাদিকুল ইসলাম, জান্নাতুল ইসলাম, আলতাব হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নবীন আলী, আশিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল ওহাব ও আব্দুল কাদের।
সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিশ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে মহারাজপুর ইউনিয়নের চকটোলা এলাকার একটি লেবু বাগানে গোপন বৈঠক করছিল। এসময় গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন