মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের কাছে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। আজ বৃহস্পতিবার খাদ্য অধিকার বাংলাদেশ, মাগুরা জেলা কমিটির আয়োজনে স্থানীয় রোভা ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জাসদ (রব) প্রার্থী এমএ আউয়াল, বিএনএফ প্রার্থী তৌহিদ আলম। দেশের মানুষের খাদ্য নিরাপত্তার স্বার্থে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানান অংশগ্রহণকারীরা।
এ দাবির প্রেক্ষিতে উপস্থিত সংসদ সদস্য প্রার্থীরা আগামী নির্বাচনে বিজয়ী হলে সংসদে এবিষয়ে জোর দাবি উত্থাপন ও এটি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গিকার করেন।
খাদ্য অধিকার কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জেলা এনজিও সমন্বয়কারী আব্দুল হালিম,অধ্যাপক কামরুজ্জামান চাদ, আব্দুর রউফ মাখন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার