ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমপি শরীফ আহমেদের পক্ষে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী শ্রমিক লীগ নেতৃবৃন্দ গণসংযোগ করেন। ভোটারদের নিকট নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিছিল, লিফলেট বিতরণ ও কর্মী সভায় বক্তব্য রাখেন তারা।
জাতীয় শ্রমিকলীগ ফুলপুর শাখার উদ্যোগে আয়োজিত গণসংযোগে অংশ নেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি এডভোকেট আবু বক্কর সিদ্দিক, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আওলাদ হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মো. জুয়েল মিয়া, ফুলপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শাহারুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম জনি, পৌর শ্রমিকলীগের আহ্বায়ক ফরহাদ জোয়ারদার, পৌর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, পয়ারী ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, রামভদ্রপুর ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সামাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত