টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্র চাপায় আরিফ হোসেন (৪২) নামের এক স’মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে সখীপুর-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার মুচারিয়া পাথার এলাকার সাকা মিয়ার ছেলে। তিনি ওই এলাকার নজরুল ইসলামের করাত কলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে আসা একটি সিএনজি নলুয়া বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাহিন্দ্রের সাথে ধাক্কা লাগে। এতে আরিফসহ আহত হন পাঁচজন। তাদের আরিফ অবস্থা ছিল গুরুতর। সখীপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/কালাম