বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে তেলিগাতি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মনিরুজ্জামান পুরানো একটি নাশকতার মামলায় আসামি। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম