মাদারীপুরের কালকিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বেপারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি পৌর এলাকার চরফতেবাহাদুর গ্রামের মালেক বেপারীর ছেলে। আসন্ন নির্বাচনে নৌকার পোষ্টার পোড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার কয়ারিয়া এলাকায় আ. লীগ কর্মী সমর্থকদের টানানো বেশ কিছু নৌকার পোষ্টার রাতের আঁধারে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। কালকিনি থানার ওসি মোফাজ্জল হোসেন বলেন, পোষ্টার পোড়ার ঘটনায় কালকিনি থানায় একটি মামলা
দায়ের করা হয়। এই মামলায় বৃহস্পতিবার রাতে আসামি পৌর বিএনপির সম্পাদক মো. কামাল হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই বিএনপি নেতাকে শুক্রবারে দুপুরে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল