ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৮টি ঘড় পুরে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগীয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই ইউনিয়নের সিংঙ্গীয়া গ্রামে আগুণ নিয়ন্ত্রনে আনে। তার আগেই তিনটি বসত ঘড়সহ আটটি ঘড় পুরে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের ভেতরে থাকা ধান, চাল ও গবাদিপশু ও আসবাপত্র পুরে যায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার মোঃ মফিদার রহমান জানান, অগ্নিকান্ডে ২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়। অন্যদিকে, ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত