ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া শাহপাড়ায় গ্রামে অগ্নিকাণ্ডে মটাসা ঘোষ নামের একজনের বাড়ির ৮টি ঘড় পুড়ে যায় ও প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেরা জানান, রাতে ঘুমানোর পড়ে হঠাৎ করেই ভোরের দিকে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন সারা বাড়িতে। পরে চিকিৎকার করলে এলাকার লোকেড়া ছুটে আসে।
এসময় আগুন নিভানোর চেষ্টায় মটাসা ঘোষের স্ত্রী পুরন রানী ঘোষ ও তার ছেলে কৃষ্ণ ঘোষ আহত হয়। ফায়ার সর্ভিসেরর টিম লিডার মাইনুউদ্দিন জানায়, সর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্র হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
কেউ কেউ অগ্নিকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে জানিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিস ও উপজেলা পরিষদ অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে। একটি গোষ্ঠী ঘটনাটি ভিন্ন ভাবে উপস্থাপনা করায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার ড. কামরুজ্জামান সেলিম বলেন, অগ্নিকাণ্ডের তাৎক্ষনিকভাবে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ও আর্থিক সহযোগিতা করেছে। এ ঘটনা কোন সাম্প্রদায়িক ঘটনার সাথে সংযুক্ত না করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত