বাগেরহাটের মোরেলগঞ্জে মেহেদী হাসান মিঠুন(২৫) নামে এক যুবককে জাল টাকাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ২ টার দিকে লঞ্চঘাট মোড় থেকে তাকে আটক করা হয়।
তার নিকট থেকে একই নম্বরের (খল-৪৮৬০২৩০) তিনটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। মিঠুন পুটিখালী গ্রামের ইউনুছ আলী শেখের ছেলে।
থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, লঞ্চঘাট এলকায় একটি দোকানে পণ্য কিনে ওই নোট দিলে দোকানীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠুনের অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় যাদের নিকট আরো জাল টাকা ছিল বলে সন্দেহ পুলিশের। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন