নেত্রকোনা জেলার কলমাকান্দায় বিষ্ফোরক ও নাশকতা মামলার এজহারনামীয় আসামি বিএনপি'র সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলা বিএনপি'র সভাপতি এম এ খায়ের (৫৮), কলমাকান্দা মটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচিত প্রচার সম্পাদক ও উপজেলা শ্রমিকদল নেতা মো. আল-আমিন (৩০) ও লেংঙ্গুরা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি'র কর্মী ব্যবসায়ী হাফিজুর রহমান ওরফে হাবিব (৫০) ।
এ ব্যাপারে কলমাকাান্দ থানার ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন - আটকৃতরা কলমাকান্দা থানায় বিস্ফোরক ও নাশকতার মামলার এজহার নামীয় আসামী। আটককৃতদের শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল