কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫৪ হাজার ৯৪০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
এতে জড়িত থাকার অভিযোগে পলাশ ভট্টাচার্য (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন সুলতানপুর ইউনিয়নের মৃত অনুপ ভট্টাচার্যের ছেলে।
এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অপরাধে নয়ন দাস (৩৫) নামের অপর এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়।
নয়ন চট্টগ্রাম জেলার মিরসরাই বটতলার নিপেন্দ্রলাল দাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর টেকনাফ কার্যালয়ের পরিদর্শক মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক পলাশ ভট্টাচার্য ও নয়ন দাস উভয়কে আসামি করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক সোমেন মন্ডল অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন