আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচনকালীন সময়ে জেলায় সম্ভাব্য প্রস্তুতি বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এ. জেড. এম নূরুল হক।
আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাংবাদিক রফিকুল আলম, নাসিম মাহমুদ, হোসেন শাহনেওয়াজসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।
মতবিনিময়কালে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু পরিবেশ রাখা, মাদক ব্যবসায়ী ও মাদকের মূল হোতা, বৈধ অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত এলাকায় নজরদারী বাড়ানো, প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়াসহ মিডিয়াকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/হিমেল