নেত্রকোনার কলমাকান্দা থেকে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা সহ তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মাসুদ পারভেজ (৩৮), উপজেলা ছাত্রদলের নেতা মো. শফিকুল ইসলাম (২৮) ও পোগলা ইউনিয়ন সুতার পারুয়ার আবু চাঁনের ছেলে মটরগাড়ি চালক মো. মানিক মিয়া (৩০)।
আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে সুনিদৃষ্ট অভিযোগ রয়েছে বলে জানান কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করিম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন