ময়মনসিংহের ফুলপুরে ভীমরুলের কামড়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সিরাজ মাস্টার নামে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত সিরাজ মাস্টারকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তজিম উদ্দিন নামে আরেকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া সেলিম রানাসহ আহত আরো ৮ জনকে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার চানপুর গ্রামের ফসলের মাঠে মর্টারের পুরাতন ঘরে ভীমরুল বাসা বাধে। ওখানে স্থানীয় কৃষক নুরুল আমিন তার গরুকে ঘাস খেতে দিলে গরুর শিংয়ের আঘাতে ভীমরুলের বাসা ভেঙে যায়। এরপর অসংখ্য ভীমরুল ওই গরুকে কামড়াতে থাকে। এক পর্যায়ে গরুটিকে লাফাতে দেখে নুরুল আমিনের ছেলে দৌঁড়ে গেলে তাকেও ভীমরুল আক্রমণ করে । পরে সে বাড়ির দিকে দৌঁড়ালে তার পিছে পিছে হাজার হাজার ভীমরুল উড়ে বাড়ি আসে। এ সময় ভীমরুলে কামড়ে চানপুর গ্রামের সিরাজ মাস্টার ও তজিম উদ্দিনসহ প্রায় ১০ জনকে আহত হয়।
বিডি প্রতিদিন/কালাম