নাশকতার মামলায় সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, কামারখন্দ ও সলঙ্গার থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কামারখন্দ উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী, জামায়াত কর্মী সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইফুল আলম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, যুবদল নেতা শাহজালাল ভুট্টো, জেলা ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক মানিক আহমেদ, আলম হোসেন, আব্দুর রশিদ, সাগর আহমেদ, আতাউর রহমান, রেজওয়ান, আহাদ আলী, আব্দুল বারিক, আমিরুল ইসলাম এবং আমানত উল্লাহ।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন