গির্জায় গির্জায় প্রার্থনা আর কেক কাটার মধ্য দিয়ে শেরপুরের বিভিন্ন এলাকায় খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড় দিন উদযাপিত হয়েছে। বিশেষ করে বড় দিন উপলক্ষ্যে জেলার খ্রিস্টান অধ্যুষিত আদিবাসী গারো পল্লিগুলোতে উৎসবের আমেজ বইছে।
২৫ ডিসেম্বর মঙ্গলবার জেলার ঝিনাইগাতি উপজেলার মরিয়ম নগর খ্রিস্টান ধর্মপল্লীতে সকালে প্রার্থনা এবং পরে কেক কেটে দিন টি’র শুভ সূচনা করেন মরিয়ম নগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। আনন্দ উৎসবে আদিবাসী শিল্পীবৃন্দরা নাচ ও গান পরিবেশন করেন।
এরপর বাড়ি বাড়িতে চলে কীর্তন, প্রীতি ভোজ, প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবরর্দীসহ সদর উপজেলার ৭৪টি গির্জায় প্রার্থনা ও কেক কাটা হয়। গির্জার পাশেই বসে শিশুদের খেলনা ও নারীদের বিভিন্ন সামগ্রীর মেলাও বসে।
বিডি প্রতিদিন/ফারজানা