ফেনীর ফুলগাজীর মুন্সির হাটে তেলের ড্রাম কাটার সময় গ্যাস বিস্ফোরণে আবু বক্কর রনি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মুন্সিরহাট রাকিব মেটালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রনি ওয়েল্ডিং মেশিন দিয়ে ড্রামটি কাটার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে রনির মৃত্যু হয়। নিহত রনি মুন্সিরহাট ইউনিয়নের বালুয়া গ্রামের মৃত মোস্তফার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার