মাদারীপুরের শিবচর পৌর এলাকার টি এন্ড টি মোড়ে আজ মঙ্গলবার দুপুরে একটি টাঙানো ব্যানার ঠিক করতে গিয়ে রেজাউল ফরাজী (৩০) নামের এক রঙমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে শিবচর পৌর এলাকার টিএন্ডটি মোড়ে লালমিয়া খন্দকার এর মার্কেটের ছাদে উঠে রেজাউল নির্বাচনের এক প্রার্থীর একটি টাঙানো ব্যানার ঠিক করতে ছিল। এ সময় ছাদের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার-এর সাথে স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। নিহত রেজাউল ফরাজী উপজেলার নলগোড়া এলাকার সিরাজ ফরাজীর ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শাজাহান মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার