ফরিদপুরের বোয়ালমারীতে আজ দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৫৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামার হাজি গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শাহিনুর শেখের পুকুরে লাশটি পানিতে ভাসতে দেখে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লাশটির গায়ে গেঞ্জি ও শীতের কাপড় জড়ানো ছিল। লাশ উদ্ধার করে জিডিমূল্যে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
থানার এসআই দিপংকর স্যানাল বলেন, লাশের গায়ে প্রাথমিক ভাবে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার