নানা আয়োজনের মধ্যে দিয়ে যীশু খিষ্টের জন্মদিন উপলক্ষে দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে উৎসব পালিত হয়েছে। মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ, পাপমুক্তি, মঙ্গল ও করুনা কামনা করা হয়।
মঙ্গলবার বড়দিন উপলক্ষে দিনাজপুর শহরের কসবা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল এর আয়োজনে বড় দিনের উৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম আনন্দের সাথে পালন করে আসছে উল্লেখ করে বলেন, বিগত বিএনপি জামায়াতের আমলে ধর্মকে পুজি করে সন্ত্রাস ও জঙ্গী বানিয়ে দেশকে পাকিস্তানে পরিনত করতে চেয়েছিল। শান্তিতে ছিল না মানুষ। নিজেদের উৎসব পালনে ভয় করতো। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষ শান্তিতে উৎসব পালন করে।
শহরের কসবাস্থ ক্যাথিড্রাল প্যারিসের ফাদার ইনচার্জ ফাদার সিলাস কুজুর, সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাপিটাল ধর্মপল্লীর ফা: অরুন রোজারিও, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রমজান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্না তপ্ন।
অপরদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুরের হিলির ছাতনি চারমাথা মোড়ের সাধু যোহনের জামতুলী গীর্জায় বিশেষ প্রার্থনা প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবির পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার জাকারিয়া মার্ডী। উৎসবমুখর পরিবেশে প্রার্থনায় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন। বড়দিন উপলক্ষ্যে রঙ্গিন কাগজ ও ফুল দিয়ে জাকজমকপূর্ণভাবে রঙ্গিন সাজে সাজানো হয়েছে গীর্জাকে। এছাড়াও কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল