রাঙামাটির বরকল আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার সকালে বরকল উপজেলা সদর ইউনিয়নের ৮নং কুরকুটিছড়ি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরকল উপজেলা সদর ইউনিয়নের ৮নং কুরকুটিছড়ি ওয়ার্ডে আওয়ামীলীগের কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পায় স্থায়ীরা। দ্রুত এ আগুন চড়িয়ে পরে পুরো কার্যালয়ে। বাঁশ ও টিনের ছাউনি থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ছুটে আসে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে পুরে যায় আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার ও ব্যানারসহ পুরো কার্যালয়। পরে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সবাই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বরকল উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুফজল আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটা তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সাথে জড়িত তা চিহ্নিত করার চেষ্টা করছি। তবে এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষে একটি অভিযোগ থানায় দেওয়া হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত