বরিশালের গৌরদীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদক ও জাল টাকাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৮। বুধবার রাতে গৌরনদী উপজেলার কটকস্থলে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন, উপজেলার কটকস্থল গ্রামের মো. হিরা মাঝি (৩৮) ও মো. বিপ্লব বেপারী (২৬) এবং সুন্দরদী গ্রামের পলাশ কুমার মিত্র (২৮)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ১২২ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪শ’ পিস ইয়াবা, ২৫ হাজার টাকার জাল নোট এবং নগদ ৫৬ হাজার ৭শ’ ৮৫ টাকা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কটকস্থল গ্রামে শাহ আলম বেপারীর বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ উল্লেখিত তিনজকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মাদক, জাল টাকা ও নগদ টাকা।
এ ঘটনায় র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন