জলবায়ু পরিবর্তনসহ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারাদেশে ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আবদুর রহমান।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নদী পুন:খনন কাজ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ২ হাজার ২৭৯ কোটি টাকা ব্যায়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নদী পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত