ছাগল বেগুন গাছের ক্ষতি করেছে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মকবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে কিল-ঘুষি দিয়ে হত্যা করেছে এমন অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কড়াইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কড়াইবাড়ী গ্রামের মৃত আ. গফুরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার একই গ্রামের লাবলু হোসেনের বেগুন ক্ষেতে মকবুল হোসেনের ছাগল প্রবেশ করে বেগুন গাছের ক্ষতি করে। এতে লাবলু ক্ষিপ্ত হয় এবং মকবুলসহ তার পরিবারের প্রতি মারমুখি আচরণ করে। এরই জের ধরে বুধবার সকালে লাবলু তার কয়েকজন সহযোগীকে নিয়ে মকবুলকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে মকবুল সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।
এসময় তার ছেলে এরশাদুল হককেও মারপিটে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আহত এরশাদুল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল বলে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামসুল আলম জানান। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে লাবলুসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন