নীলফামারীতে ধাইজান নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। নদী রক্ষায় বুধবার দুপুরের জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামে ওই খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কমলকৃষ্ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আযাদ, খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার