গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন চাপায় কামাল মিয়া (৫০) নামে এক এক ওষুধ বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল মিয়া কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে। তিনি বিভিন্ন স্থানে ওষুধ বিক্রি করতেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার বোয়ালিয়া বাজারে ওষুধ বিক্রি করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন কামাল মিয়া। এসময় তিনি ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদ্রাসা নামক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি নসিমনকে দ্রুতগামী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। পরে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের ওপর গিয়ে পড়ে। এতে নসিমনের নিচে চাপা পড়ে কামাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন