ময়মনসিংহ নগরীর গাঙ্গীনাপাড় এলাকায় একটি ভবনের ছয়তলায় জুতা ও কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে। শটশার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে নগরীর গাঙ্গিনারপাড়ে একটি ছয়তলা ভবনের আজাদ জুতার গোডাউনে আগুন দেখতে পারে। মুহুর্তের মধ্যে আগুন চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ছয়টি ইউনিট যুক্ত হয়ে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি জুতা ও কাপড়ের গোডাউন কতৃপক্ষ।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শটসার্কিটের কারণে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন