কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে কটিয়াদী পৌর এলাকায় তার নিজ পেট্রোল পাম্পের প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন জানান, গত সোমবার রাতে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় বিএনপির একটি নির্বাচনী সভা থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশের এস আই জহিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬৫ জনকে তালিকাভুক্ত ও ২০০/৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় ইতোমধ্যে তোফাজ্জল হোসেন খান দিলীপসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন