দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান ও বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ.ন.ম বজলুর রশিদকে নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরপর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কড়া পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল এর সত্যতা নিশ্চিত করে জানান, বিরল উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদের বিরুদ্ধে বিরল থানায় নাশকতার মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে বজলুর রশিদকে দিনাজপুর আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত শত শত সমর্থক বজলুর রশিদকে গ্রেফতারের প্রতিবাদ জানায় এবং তার মুক্তি দাবি করে।
বিডি প্রতিদিন/ফারজানা