নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকা থেকে শাহানা (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রেল কলোনি থেকে শাহানার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী খোকনকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
পুলিশ ও স্বজনরা জানান, নেত্রকোনার ছোটগাড়া এলাকার আবেদ আলীর মেয়ে শাহানার সঙ্গে আট বছর আগে ঠাকুরাকোনার শহিদের ছেলে খোকনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়াসা নিয়ে সংসার চালাতো। গত কদিন ধরে ২০ হাজার টাকার জন্য শাহানার সাথে বিবাদ হয়। এরপর বৃহস্পতিবার সকালে শাহানার বাড়িতে খবর দেয়া হয় শাহানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।
পরে এই ঘটনায় পুলিশ খোকনের ঘরের বিছানা থেকে শাহানার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার এস আই আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে থানার ওসির নির্দেশে পুলিশ খোকনের বাড়িতে গিয়ে তার ঘরের বিছানা থেকে শাহানার লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ এবং ঘটনাটি সন্দেহ জনক হওয়ায় স্বামী খোকনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন