শরীয়তপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুর শহরের চৌরঙ্গীর মোড় সিটি আধুনিক হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে আজ শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ ও সদরের পালং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আর এই অগ্নিকাণ্ড নিমিষের মধ্যেই ভয়াবহ রূপ নিলে ১৪টি দোকান ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে শরীয়তপুর সদর, ডামুড্যা ও মাদারীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তালুকদার টেলিকমের সত্ত্বাধিকারী মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। রাত আড়াইটার দিকে শুনতে পাই দোকানে আগুন লেগেছে। দৌড়ে গিয়ে দেখি আমার মোবাইলের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের আয় দিয়েই সংসার চলতো। ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বলেন, শহরের চৌরঙ্গী মোড়ের একটি মার্কেটে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা শুনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবুও মোবাইলের দোকান, লেপ-তোষক, সেলুন, মদি দোকান, ফুলের দোকান, হোটেলসহ ১৪ দোকান পুড়ে যায়। ব্যাবয়ায়ীদের প্রায় এক কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহাবুর রহমান শেখ বলেন, ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলো শরীয়তপুর ক্লাবের আওতায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম